Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রামগড়। পাহাড়ের কোল ঘন সবুজের বিথিকায়, ফেনী নদীর কলতান ও পাহাড়ী-বাঙ্গালীর বৈচিত্রময় জীবনধারা সংস্কৃতিকে করেছে ঐশ্বর্যমন্ডিত। ১৯০৫ সালের থানা ১৯২০ সালে পার্বত্য চট্টগ্রাম জেলার মধ্যে মহকুমায় রূপান্তরিত হয়। এই মহকুমা শহর কালের বিবর্তনে ১৯৮৪ সালের রূপান্তরিত হয়।

          নামকরণ নিয়ে রয়েছে নানা জনের নানা মত। স্থানীয় জনশ্রুতি রয়েছে জনৈক রামচন্দ্র নারায়ণের নির্মিত গড়ের নামানুসারে এ এলাকার নাম হয় রামগড়।

          অন্য জনশ্রুতি রয়েছে রামসাধু নাম এক সন্ন্যাসী ছিলেন। তাঁর তপস্যার জন্য একটি গড়(ঘর) ছিল। রাম এবং গড় এই দুইটি শব্দে দিয়ে রামগড় উপজেলার নামকরণ করা হয়েছে।

          ১৭৯৫ সালে বর্তমানে রামগড় বিওপি(মহকুমা প্রশাসকের বাংলোর পার্শ্বের) স্থানটিতে ‘‘রামগড় লোকাল ব্যাটালিয়ান’’ নামে ৪৪৮জন সৈন্য নিয়ে বাংলাদেশ রাইফেলস্ বা বি,ডি,আর বাহিনী জন্ম হয়।